ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দেশে তৈরি নকিয়ার স্মার্টফোন বাজারে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশেই তৈরি হচ্ছে নকিয়ার স্মার্টফোন। নকিয়ার নতুন জি-১০ ও জি-২০ মডেলের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘মেড ইন বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয় ।

জি-১০ ও জি-২০ উভয় সেটের তিন দিনের ব্যাটারি লাইফ রয়েছে, নকিয়ার যেকোনো স্মার্টফোনের জন্যই যা সর্বোচ্চ। জি-২০ মডেলের ফোনগুলোকে সুরক্ষিত রাখার জন্য গ্রাহকেরা পাবেন তিন বছরের মাসিক নিরাপত্তা আপডেট ও দুই বছরের ওএস আপডেট। এতে রয়েছে ফেস ও সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক, ৬ দশমিক ৫ ইঞ্চি টিয়ারড্রপ ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, যথেষ্ট স্টোরেজ সুবিধা। নকিয়া জি-১০ মডেলে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং উন্নতমানের ইমেজিং ।

স্থানীয়ভাবে উৎপাদিত নকিয়া স্মার্টফোন আমদানি করা হ্যান্ডসেটের তুলনায় ৩০ শতাংশ কম দামে পাওয়া যাবে। ভাইব্রেন্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড, যুক্তরাজ্যভিত্তিক ভাইব্রেন্ট সফটওয়্যার এবং বাংলাদেশের ইউনিয়ন গ্রুপ যৌথ উদ্যোগে বাংলাদেশে নকিয়া স্মার্টফোন তৈরির প্রথম কারখানা স্থাপন করেছে ।