ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পুরান ঢাকার সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুনে নিহত ৫ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৫, ২০২১ ৪:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র চকবাজারের পাশে, বুড়িগঙ্গার বেড়িবাঁধ সংলগ্ন সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাণ গেছে অন্তত পাঁচজনের।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়েই সোয়া ১টার দিকে সোয়ারীঘাটের ওই জুতার কারখানায় যান তারা। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলছে।

কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি হতো। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, নিহত পাঁচজন প্রচুর ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। নিহতরা কারখানাটির শ্রমিক ছিলেন বলে জানা গেছে। এলাকাবাসীর অভিমত এখানকার শ্রমিকরা কখনই সতর্কতার সাথে কাজ করতে তারা দেখেন না, কেবল অসতর্কতাই এসব অনাকাঙ্খিত দুর্ঘটনার প্রধান কারণ বলে তারা মনে করেন ।