সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় একটি মসজিদ থেকে ১২টি ফ্যান, একটি মোটর ও দুটি সোলারের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে খেশরার দক্ষিণ শাহাজাতপুর জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, চোরেরা কাঁঠাল গাছ বেয়ে ছাদের চিলিকোটা দিয়ে মসজিদে প্রবেশ করে। মসজিদে ঢুকে তারা ১২টি ফ্যান, একটি মোটর এবং সোলার প্যানেলের দুটি ব্যাটারি চুরি করে নিচতলার অজু খানার তালা ভেঙে বের হয়ে যায়।
খেশরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনিচুর রহমান জানান, মসজিদের মোয়াজ্জিন ফজরের আযান দিতে গিয়ে দেখতে পান মসজিদের মাইকের ব্যাটারি নেই এবং মসজিদের ভেতরে সব এলোমেলো করা। এরপর বিদ্যুতের লাইট জ্বালাতে গেলে না জ্বললে তখন তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন।
খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা মসজিদটি পরিদর্শন করেছি। দ্রুত এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
জানা যায়, এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর একই ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের ৬টি মসজিদে একযোগে চুরি সংঘটিত হয়।