ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মেয়র আতিক সপরিবারে করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম আবারও সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে করোনা পরীক্ষা করালে তাদের ফল পজিটিভ আসে।

ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।  

জনসংযোগ শাখা জানায়, মেয়র আতিক, তার স্ত্রী, মেয়ে ও গৃহকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকের পরামর্শে প্রয়োজন হলে তিনি হাসপাতালে ভর্তি হবেন।

মেয়র আতিকুল ইসলাম নিজের ও পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এর আগে ২০২০ সালেও একবার মেয়র মো. আতিকুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন।