ঢাকারবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনের পরিস্থিতি উদ্বেগজনক: চীনের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি ‘উদ্বেগজনক। ’ যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া এবং ইউক্রেনকে সমর্থন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

শুক্রবার (১১ মার্চ) বার্ষিক সংসদীয় অধিবেশনের সমাপ্তির পরে একটি সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময়ে তিনি এ কথা বলেন।

যদিও এ সময় নিষেধাজ্ঞার মুখে রাশিয়াকে আরো আর্থিক সহায়তা দিতে চীন প্রস্তুত কিনা সেই প্রশ্ন এড়িয়ে যান লি।

চীন এবং রাশিয়ার মধ্যে তৈরি হয়েছে একটি ক্রমবর্ধমান ঘনিষ্ঠ বন্ধুত্ব। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের নিন্দা করা অথবা এই আক্রমণকে ‘আক্রমণ’ হিসেবে মানতে অস্বীকার করেছে চীন।

বেইজিং বারবার রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা অবৈধ হিসাবে বর্ণনা করেছে। তারা এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে এবং আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।