ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শুরু হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
এপ্রিল ১, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে সকাল ১১টা পর্যন্ত।

স্বাস্থ্যশিক্ষা অধিদফতর জানায়, দেশের ৩৭টি সরকারি মেডিকেলে কলেজে ৪ হাজার ৩৫০টি আর বেসরকারি ৭০টি মেডিকেলে ৬ হাজার ৩৪৭টি আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন এক লাখ ৪৩ হাজার ৭৩০ শিক্ষার্থী। আসন প্রতি লড়বেন ৩৩ জন। সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এর মধ্যে পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বরের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০।