আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার ইসরাইয়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার নারী সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহত হয়েছেন। দেশটির পশ্চিম তীরে সংবাদ সংগ্রহকালে তিনি গুলিবিদ্ধ হন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে আল জাজিরা।
মন্ত্রী বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালনরত অবস্থায় তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক।
ড. হাছান বলেন, প্রয়াত শিরীন আবু আকলেহ যুগে যুগে সাহসী সাংবাদিকতার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।