শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
ইউনূসের অফিস দাওয়াতপত্র গ্রহণ করেছে বলে বৃহস্পতিবার (২৩ জুন) নিশ্চিত করেছেন সেতু বিভাগের এক কর্মকর্তা।
তবে ইউনূস সেন্টারের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো সম্পন্ন হয়েছে।
আমন্ত্রিতদের এই তালিকায় আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনীতিক ও মুক্তিযোদ্ধা। তবে বিদেশি অতিথি কম থাকছে।
বিদেশি অতিথিদের মধ্যে আছেন পদ্মা সেতু তৈরিতে যারা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন তারা।
উল্লেখ্য, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।