পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দেওয়া হবে, সব রাজনৈতিক দল দাওয়াত পাবে।
শনিবার (৪ জুন) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে “গ্রাজুয়েশন অব উইমেন ড্রাইভার এ স্টেপ টোয়ার্ডস রোড সেফটি” শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির চেয়ারপার্সনকে দাওয়াত দেওয়া হবে কি না? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। যদি নিয়মের মধ্যে পড়ে, তবে অবশ্যই তাকেও দাওয়াত দেওয়া হবে।