ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মানবদেহে ট্রায়ালের অনুমতি পেলো বঙ্গভ্যাক্স

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬০ জন ব্যক্তির দেহে পরীক্ষামূলকভাবে বঙ্গভ্যাক্স টিকা প্রয়োগ করা হবে ।

প্রাণিদেহে সাফল্যের পর অবশেষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে দেশে তৈরি গ্লোব বায়োটেক লিমিটেডের করোনাভাইরাস প্রতিরোধী টিকা বঙ্গভ্যাক্স।

গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিনের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) ২০২১ সালের ২৩ নভেম্বর মানবদেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছিল। তবে বাকি ছিল ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন। রবিবার (১৭ জুলাই) মানবদেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয় ওষুধ প্রশাসন।

গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রবিবার আমরা মানবদেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

গ্লোব বায়োটেক লিমিটেডে সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬০ জন ব্যক্তির দেহে পরীক্ষামূলকভাবে বঙ্গভ্যাক্স টিকা প্রয়োগ করা হবে।

গ্লোব কর্তৃপক্ষ জানায়, বঙ্গভ্যাক্স টিকাটি প্রাকৃতিক বিশুদ্ধ এমআরএনএ (মেসেঞ্জার রাইবোনিউক্লিক এসিড) দিয়ে তৈরি। তাই এটি সবচেয়ে বেশি নিরাপদ ও কার্যকর হওয়ার সুযোগ রয়েছে। বঙ্গভ্যাক্স টিকা এক ডোজের। এটি অনুমোদন পেলে বিদেশেও চাহিদা সৃষ্টি হবে।