ঢাকারবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দেশে ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি

Link Copied!

 দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ০৫ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। আজ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪২ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ২০৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ২ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০০ জন। আগের দিন ২ হাজার ৭৬৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৯৩ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৮ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭০৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭৩ জন। শনাক্তের হার ৪ দশমিক ২৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৪২ শতাংশ।

[সূত্র : বাসস]