ঢাকারবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নাকি নেপাল, কে হাসবে শেষ হাসি?

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

দুপুর গড়িয়ে বিকেল। এরপর সন্ধ্যা নামলেই কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-নেপালের শিরোপার মহারণ। পরপর তিনটি বাংলাদেশ-নেপাল ফাইনাল। একটায় বাংলাদেশের জয়। আরেকবার নেপালের। তৃতীয় ফাইনালের মঞ্চটা হবে কার? সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে কে হাসবে শেষের হাসি? বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হতে চলা ম্যাচের শেষ বাঁশিতে মিলবে প্রশ্নের উত্তর।

গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে সাবিনা-কৃষ্ণারা। সেই হারের প্রতিশোধ দুমাস পর ঢাকায় নিয়েছে নেপালের অনূর্ধ্ব-১৫ মেয়েরা। তিন দলের আসরে সর্বোচ্চ ১০ পয়েন্ট পেয়ে প্রথমবারের মতো সাফের কোনো আসরের শিরোপা জিতে নেয় নেপাল। সাম্প্রতিককালে মুখোমুখি লড়াইয়ে আজ তাই এগিয়ে যাওয়ার হাতছানি দুদলের সামনেই।

সাফের বয়সভিত্তিক আসরগুলোতে প্রথম থেকেই আধিপত্য দেখিয়ে আসছে বাংলাদেশের মেয়েরা। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু। এ পর্যন্ত সাফ অনূর্ধ্ব-১৫ থেকে অনূর্ধ্ব-১৯ বয়স শ্রেণিতে মোট সাতটি আসর আয়োজন করেছে। যার তিনটিতে বাংলাদেশের মেয়েরা শিরোপা জিতে নেয়। বাকি চারবার রানার্স-আপ।

২০১৮ সালে নেপালকে অনূর্ধ্ব-১৮ আসরের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এই পরিসংখ্যানেও আজ দুদলের এগিয়ে যাওয়ার দিন। বড় কোনো অঘটন না ঘটলে সাত পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে ফাইনালে আসা বাংলাদেশের সম্ভাবনাই আজ বেশি।

লিগপর্বে নেপালকে স্বাগতিকরা হারিয়েছিল ৩-১ ব্যবধানে। তবে ফাইনালে দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দলটি আসরের অন্যতম ফেভারিট ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে উঠে এসেছে ফাইনালে।