ঈদুল ফিতরে বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে রাজধানীর কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ খুবই কম। যাত্রীরা স্বাচ্ছন্দেই কাঙ্ক্ষিত তারিখের টিকেট কাটতে পারছেন। অনলাইনেও রয়েছে কাটার সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন অনলাইনে কাটার সুযোগ থাকায় কাউন্টারে তেমন একটা আসছেন না যাত্রীরা।
শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে গাবতলী বাস টার্মিনালেও যাত্রীর চাপ কম থাকায় হতাশ কাউন্টার সংশ্লিষ্টরা। তারা জানান, পদ্মা সেতু চালু হওয়ায় পাটুরিয়া ফেরিঘাটে এবার যানজট কম হবে।
গাবতলী কাউন্টারে যারা আগাম টিকিট কাটতে এসেছেন তাদের বেশিরভাগই ২০-২১ তারিখের টিকেট কাটছেন।
অপরদিকে, রাজধানীর প্রধান সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। গণপরিবহনগুলোর অতিরিক্ত ভাড়া আদায়, ড্রাইভিং লাইসেন্স ও পরিবহনের কাগজপত্র না থাকায় মামলার পাশাপাশি অনেকে অর্থদণ্ডের কবলে পড়ছেন।