মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গেছে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেট। অনেকে ব্যবসায়ী মুহূর্তেই কোটিপতি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন। এবার ব্যবসায়ীদের পাশে এগিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। জনপ্রিয় এই সংগীত তারকা ও অভিনেতা পুড়ে যাওয়া একটি লুঙ্গি লাখ টাকায় কিনে নিলেন! তাহসানের মহতী এই উদ্যোগের বিষয়টি জানিয়েছে একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে দেয়া এক পোস্টে বিদ্যানন্দ বিষয়টি জানিয়েছে।
স্বেচ্ছাসেবী সংস্থাটি জানিয়েছে, ফাউন্ডেশনের কাছ থেকে বুধবার পোড়া লুঙ্গিটি কিনেন তাহসান।
‘লুঙ্গির দাম এক লাখ টাকা!’ শিরোনামে ওই পোস্টে বলা হয়, ‘জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়। বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারবো না?
লুঙ্গি কেনার বিষয়টি জানতে চাইলে বিদ্যানন্দের জনসংযোগপ্রধান সালমান খান ইয়াছিন জানান, বিদ্যানন্দের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে মিরপুরে সংস্থাটির কার্যালয়ে এসে লুঙ্গিটি কিনতে চেয়েছিলেন তাহসান। পরে তার বাসায় যান বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। সেখানে তিনি লুঙ্গিটি কেনেন।
তিনি জানান, এর আগে আগুন লাগার দিন মঙ্গলবার পুড়ে যাওয়া কাপড় কেনার পরিকল্পনাটি তাহসানকে জানিয়েছিল বিদ্যানন্দ। সে আহ্বানে তিনি সাড়া দিয়েছেন।
সালমান আরও জানান, বিদ্যানন্দের এমন উদ্যোগের সঙ্গে তাহসান থাকবেন বলে সংস্থাটিকে আশ্বস্ত করেছেন।