ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা টু কক্সবাজার ট্রেন সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক
মে ১৬, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার পর্যটন নগরী কক্সবাজারকে যুক্ত করতে নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

মঙ্গলবার সকালে কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নের চান্দেরপাড়ার নির্মাণাধীন ঝিনুক আকৃতির আইকনিক স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। এরপর রামু স্টেশন ও চকরিয়ার ডুলহাজার রেল লাইন নির্মাণের কাজ পরিদর্শন করেন।

প্রকল্পের ৮৪ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছাবে ট্রেন। এর জন্য সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে এ প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে।

মন্ত্রী বলেন, আইকনিক রেলস্টেশনটি অনন্য স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন, যার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এটি কেবল কক্সবাজারে গর্ব না, এটি বাংলাদেশের গর্বও বটে।