পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
জানা গেছে রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে বীভৎস নির্যাতনের ঘটনায় ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। বিভিন্ন সময়ে নিজ বাহিনীর সদস্যসহ বিভিন্নজনকে মারধর করায় আলোচিত-সমালোচিত এডিসি হারুনের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে।
শনিবার রাতের ওই নির্যাতনের ঘটনার পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে হারুনকে ডিএমপির রমনা বিভাগ থেকে সরিয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়। এরপর সমালোচনার মাত্রা বাড়তে থাকলে তিন ঘণ্টা পর আরেক আদেশে বদলি করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)।
হারুনকে তার পুরো কর্মকান্ডের জন্য জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, সে যতটুকু অন্যায় করেছে, সেটুকু শাস্তি পেতে হবে। একইভাবে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরানো দুই ছাত্রলীগ নেতা হারুনের নির্যাতনের বীভৎসতার বর্ণনা দিয়েছেন।
গুরুতর নির্যাতনের শিকার দুই ছাত্রনেতা, অন্যান্য ভুক্তভোগী ও তাদের সহপাঠীদের অভিযোগ, শনিবার রাতে এডিসি হারুনের নেতৃত্বে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) ও ১৫ জন পুলিশ সদস্য ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে থানায় আটকে রেখে নির্যাতন করে। এর মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবি শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে বর্বর নির্যাতন করা হয়।
হাসপাতালের বিছানায় ঘটনার বর্ণনা দিলেন নাঈম : হারুনের নির্যাতনের শিকার আনোয়ার হোসেন নাঈম বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। রোববার দুপুরের পর সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘শুধু পুলিশ সদস্যরা নয়, এডিসি হারুন নিজেই ছাত্রলীগ নেতাদের মারধর করেন।’ তিনি বলেন, ‘গাজীপুরে তাদের এলাকার বড় ভাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হক শনিবার সন্ধ্যায় তাকে ফোন করে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যেতে বলেন। রাত ৮টার দিকে সেখানে যাই। সেখানে যাওয়ার পর আজিজুল হক ভাই বারডেম জেনারেল হাসপাতালে আছে জানালে সেখানেই যাই। হাসপাতালের চার তলায় গিয়ে দেখি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হক ও পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশিদের মধ্যে বাকবিতন্ডা হচ্ছে। আমিসহ ছাত্রলীগের আরও দুই নেতা তাদের নিবৃত্ত করার চেষ্টা করি। এক পর্যায়ে হারুন শাহবাগ থানার পরিদর্শককে (তদন্ত) ফোন করে হাসপাতালে আনেন। পুলিশ গিয়ে আজিজুল, ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমানকে মারধর করে। পরে হাসপাতাল থেকে পুলিশ জোর করে আজিজুলসহ তিন-চারজনকে গাড়িতে থানায় নিয়ে যায়।’
অন্যায় করলে শাস্তি পেতে হবে-স্বরাষ্ট্রমন্ত্রী : দুই ছাত্রলীগ নেতাকে নির্যাতনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সে (হারুন) পুলিশের হোক বা যেই হোক না কেন অন্যায় করলে শাস্তি পেতে হবে। কেন করেছে, কী করেছে আমরা জিজ্ঞাসা করব। তার ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে। পুলিশ যদি এ ধরনের অন্যায় করে তাহলে তার সাজা হবে, কেন করেছে তার জবাবদিহি করতে হবে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক হারুনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে জানিয়ে বলেন, ‘অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি তদন্ত করা হবে, তদন্তে এডিসি দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
দুই দফায় এডিসি হারুনকে এপিবিএনে বদলি : পুলিশ সূত্রে জানা গেছে, দুই ছাত্রলীগের নেতাকর্মী নির্যাতনের ঘটনায় সারা দেশে সমালোচনা তৈরি হলে এডিসি হারুনকে প্রথমে ডিএমপির রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়।ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। পরে তিন ঘণ্টার ব্যবধানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ-আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এপিবিএনে বদলি করা হয়।
তদন্ত কমিটি গঠন : শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। গতকাল ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কমিটি করে দেন। কমিটির সভাপতি করা হয়েছে ডিএমপির উপ-কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফকে। আর সদস্য করা হয়েছে ডিএমপির নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শাহেন শাহ ও ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলামকে। তদন্ত কমিটিকে আগামী দুই দিনের মধ্যে ডিএমপি কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সর্বোচ্চ শাস্তি দাবি পরিবার ও নেতাকর্মীদের :
শাহবাগ থানায় নিয়ে বেদম পেটানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এক বিবৃতিতে পুলিশের এই কর্মকা-ের তীব্র নিন্দা জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা শিকদার ফেসবুকে লিখেছেন, ‘ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার।’ আহত নাঈমের ছবি শেয়ার করে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ লিখেছেন, ‘কেন এমন হলো, কী জন্য এমন হলো জানতে চাই। এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা!’ কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক মনির হোসেন লিখেছেন, ‘এডিসি হারুন মানসিক বিকারগ্রস্ত, তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।’ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ লিখেছেন, ‘আমার ছাত্রলীগের ছোট ভাই, কেন এমন হলো, কী জন্য এমন হলো জানতে চাই। এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা!’
নির্যাতনের শিকার নাঈমের মা হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘কোনো দিন ছেলের গায়ে একটা ফুলের টোকাও দিইনি। আজ আমার ছেলেটাকে মেরে রক্তাক্ত করেছে। ছেলেটা কথাও বলতে পারছে না।’ তিনি হারুনের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।