ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

২৫ হাজার টাকায় যাওয়া যাবে রাশিয়া, লাগবে না দক্ষতা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

গল্প নয় সত্যি। মাত্র ২৫ হাজার টাকায় যাওয়া যাবে রাশিয়ায়। দরকার হবে না ভাষা জ্ঞান বা কর্ম দক্ষতার। মহান মুক্তিযুদ্ধের কঠিন সময়ে ভারত ছাড়া হাতে গোনা যে কয়টি দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, সোভিয়েত ইউনিয়ন তাদের অন্যতম। ১৯৯১ সালের পর পনেরো টুকরা হয় সোভিয়েত ইউনিয়ন। কমে যায় দেশটির টাকার মান।

এই ১৫ টুকরার সবচেয়ে বড় রাশিয়া সব বাধা পেরিয়ে গত তিন দশকে আবার ঘুরে দাড়িয়েছে। দেশটিতে তৈরি হয়েছে ব্যাপক কর্মসংস্থান। এবার এ দেশের বেকারদের কাজের সুযোহ দিতে চায় বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাশিয়া।

গত বছর থেকে সে দেশের জাহাজ নির্মাণশিল্পে ৬টি পদে মোট ৩২ জন কর্মী নেয় তারা। অপেক্ষায় আছেন আরো ৮৮ জন। এখন কৃষি এবং কনষ্ট্রাকশন কাজে আরো অন্তত ৬০০ জনবল নেয়ার আগ্রহ তাদের। শুধু মাত্র সরকারি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমেই যাওয়া যাবে রাশিয়ায়।

দক্ষ, অর্ধদক্ষ এবং সাধারণ সবাই যেতে পারবেন বলে জানালেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, শ্রম ও অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরন। বোয়েসেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দুই মাসের মধ্যে শুরু এ কার্যক্রম।