ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ার সকল কারখানা আজ খুলেছে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৩ : রাজধানী ঢাকা, আশুলিয়া, গাজীপুর, সাভারসহ পোশাক শিল্প অধ্যুষিত সব এলাকায় বর্তমানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে রপ্তানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এমতাবস্থায় আশুলিয়ার সকল বন্ধ কারখানা আজ খুলে দেওয়া হয়েছে এবং শিল্প এলাকাগুলোয় শ্রমিকদের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে কারখানাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বুধবার পোশাক শিল্পের বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে এক বিবৃতিতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, পোশাক কারখানাগুলোতে এখন পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। আজ কোন কারখানায় শ্রম অসন্তোষের ঘটনা ঘটেনি। 

তিনি আরও জানান, শ্রমিকদের কাজে ফেরার আগ্রহের প্রেক্ষিতে আশুলিয়ার সকল বন্ধ কারখানা খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরা সুষ্ঠুভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। কারখানাগুলোতে এখন স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে বলে তিনি উল্লেখ করেন।

পোশাক মালিকদের সংগঠন আরো জানিয়েছে, মিরপুরের বন্ধ হওয়া কারখানাগুলো খুলে দেয়ার বিষয়ে গতকাল ও আজ আলোচনা হয়েছে। দু’দিনের আলোচনায় শ্রমিক, শ্রমিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন ও শিল্প পুলিশ জানিয়েছে যে, মিরপুরের বন্ধ হওয়া কারখানাগুলোর শ্রমিকরা কাজে ফিরতে চান। তাই, আগামীকাল মিরপুরের এবং অন্যান্য সকল স্থানের বন্ধ হওয়া পোশাক কারখানা খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার পোশাক শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম নতুন মজুরি ঘোষণা করে। শ্রমিকরা মজুরি আরও বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ইতোমধ্যে বেশ কিছু কারখানায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে আশুলিয়া, মিরপুরসহ আরও কিছু জায়গায় একাধিক পোশাক কারখানা বন্ধ করে দেয় মালিকরা।

ফারুক হাসান বিবৃতিতে জানান, কারখানা মালিকরা আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পোশাক কারখানাসহ সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহবান জানান। তবে জানমালের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ গ্রহনের কারণে কোন শ্রমিক বা কর্মচারী এবং মালিক যেন কোন হয়রানীর শিকার না হন, সে বিষয়ে সতর্ক থেকে কাজ করার আহবান জানিয়েছে বিজিএমইএ।