মগবাজার ওয়্য়ারলেস ফ্লাইওভারের শেষাংশে চলমান “মনজিল এক্সপ্রেস (প্রা:) লি:” এর একটি বাসের (ঢাকা মেট্রো-ব -১৪-৯৫৮১) সংগে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় প্রায় কয়েকেটি বাহন দুমড়েমুচড়ে গেছে এর মধ্যে ছিল মটর-বাইক, রিক্সা, ভ্যান সহ অন্তত ৪/৫ টি পরিবহন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, জানা গেছে প্রথমে বাইক চালক, ফ্লাইওভারের শেষাংশে চলমান মনজিল এক্সপ্রেস (প্রা:) লি: এর একটি বাসের সংগে ঢাক্কা খায়। তৎক্ষনাৎ ঘটনাস্থলে বাইক চালকের মৃত্যু হয় বলে ধারনা করা হয়। অত:পর দিকবিদিক কিংকর্তব্য বিমুঢ় হয়ে, বাস চালক পালাতে গিয়ে আরো কিছু যানবাহনকে ধাক্কা মেরে টেনে হিচরে নিয়ে যায়। এক পর্যয়ে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যেতে সক্ষম হন।
উক্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে শেষ পর্যন্ত প্রায় চার ১০ জন আহত হয়েছেন এর মধ্যে ঘটনাস্থলে বাইক চালকের মৃত্যু হয়, আর ৩ জন গুরুতর আহতরা ঢাকা মেডিকেল নেওয়ার পথে মৃত্যু বরন করেন । বাকি প্রায় ৬/৭ জন আহত অবস্থায় স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে । বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করেছে ।