মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তাদের কাছ থেকে ১২০টি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতো রুসলীন বিন জোসুহ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এক বিশেষ অভিযানে গতকাল তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ২৬ থেকে ৩৩ বছরের মধ্যে।
বিবৃতিতে জানানো হয়, ৬১টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৩টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট ও একটি মিয়ানমারের জাল পাসপোর্ট বহন করার সময় কেপং বাণিজ্যিক পার্কের কাছে থেকে সোমবার দুই জনকে গ্রেপ্তার করা হয়।
এর পরে জালান কেপংয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে ১৫টি জাল বাংলাদেশি পাসপোর্ট, দুটি ল্যাপটপ ও দুটি প্রিন্টার জব্দ করেছে, জানানো হয় বিবৃতিতে।
এতে আরও উল্লেখ করা হয়, এক বছর ধরে তারা এই অপরাধ করে আসছিলেন। অপরাধীরা মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের পাসপোর্ট ও ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে ৫০০ থেকে ৭০০ রিঙ্গিতের নিতেন। বাংলাদেশি, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল ও পাকিস্তানের নাগরিক তাদের গ্রাহক ছিলেন।