দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধীদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত।
গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সম্মান জানাতে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার নেয় বিএনপি।