ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘শিক্ষায় সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদশর্নী কাল শুরু

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৩ : সরকার ২০১৭ সাল থেকে এই পযর্ন্ত ৫টি ভাষায় (চাকমা, মারমা, ত্রিপুরা, সাদরি ও গারো) বিনামূল্যে প্রায় ১৫ লাখ পাঠ্যবই বিতরণ করেছে। পরিকল্পনা অনুযায়ী আরও ১৩টি ভাষার বই প্রস্তুতের কাজ চলমান রয়েছে।

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষায় শিক্ষাদানের সুযোগ তৈরিতে জাতিগত বৈষম্য হ্রাস পেয়ে গড়ে উঠেছে শিক্ষায় সম্প্রীতির বাংলাদেশ। এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পাওয়ায় তাদের অগ্রযাত্রা এখন টেকসই এবং অপ্রতিরোধ্য।

আলোকচিত্রে এই বিষয়টি তুলে এনেছেন খ্যাতিমান ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবু। তার আলোকচিত্র নিয়ে তিন দিনব্যাপী এক প্রদর্শনী আগামীকাল মঙ্গলবার থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মূল ক্যাম্পাস, অ্যাভিনিউ ৬ এন্ড লেক ড্রাইভ রোড, সেক্টর-১৭/এইচ, উত্তরা, ঢাকায় শুরু হচ্ছে।

সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর কাজী খলিকুজ্জামান আহমদ।

প্রদশর্নী আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।