ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইসি ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৪ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবির সদস্যরাও সক্রিয় আছে ইসি ভবনের আশপাশের এলাকায়। অনুমোদিত লোকজন ছাড়া কাউকে কমিশন ভবনের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। কমিশনের চারিদিকের সড়কে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ভোটের দিন সকালে সরেজমিন দেখা গেছে, আইডিবির পয়েন্ট থেকে কাউকে নির্বাচন কমিশনে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ। গণমাধ্যম কর্মীদের ইসি ভবনের দক্ষিণ দিকের সড়ক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিনের তুলনায় ইসি ভবনের পূর্ব দিকের আইডিবি ভবনের দিকের ব্যারিকেডের কাছে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগারগাঁওয়ের মূল সড়কের দিকের চেকপোস্টেও পুলিশের উপস্থিতি বেশি দেখা গেছে।

এদিকে নির্বাচন কমিশন নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীদের জন্য কয়েক স্তরের কার্ডের ব্যবস্থা করেছে। নির্বাচন কভারের জন্য আলাদা কার্ড। ফলাফল ঘোষণার অনুষ্ঠানে কভার করতে হলেও নিতে হয়েছে আলাদা কার্ড।

নির্বাচন কমিশনের কার্ডধারী গণমাধ্যমকর্মীদের বাইরে কোনো গণমাধ্যম কর্মীর প্রবেশের সুযোগ নেই।