দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তিনি তার ভোট প্রয়োগ করেন। এ সময় ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক তার সঙ্গে ছিলেন।
এর আগে এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু করার পরই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সকাল ৭টা ৫৫ মিনিটে ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছান প্রধানমন্ত্রী।