ঢাকাবুধবার , ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুর-১ আসনে নৌকার আনোয়ার খান জয়ী

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) ড. আনোয়ার হোসেন খান বিপুল ভোটে জয়ী হয়েছেন।

৮৫টি ভোটকেন্দ্রের সবকয়টির ফলাফল অনুযায়ী ড. আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট।

ড. আনোয়ার হোসেন খান ২১ হাজার ৯৩৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের আরও তিনটি আসনের এ পর্যন্ত প্রাপ্ত ফল

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসন:

মোট ভোটকেন্দ্র ১৪৬টি। ৭৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ৭৮ হাজার ৮৯০ ভোট বিজয়ী হওয়ার পথে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলাম পেয়েছেন ৭ হাজার ১৫০ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসন:

মোট ভোটকেন্দ্র ১২৫টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিঙ্কু নৌকা প্রতীক নিয়ে ৫২হাজার ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীক এম এ সাত্তার পেয়েছেন ৩৫ হাজার ৬২৮ ভোট।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন:

মোট ভোটকেন্দ্র ১২১টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৪৬ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহ (ঈগল প্রতীক)। নিকটতম প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থী নৌকা প্রতীকের মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৩০১ ভোট।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪ লাখ।

উল্লেখ্য, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকেলে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দেশের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।