টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে নিহতদের জন্য শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
গতকাল এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রবিবার দেশের সকল মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।