ঢাকাঃ একদফায় রূপ নিচ্ছে কোটাবিরোধী আন্দোলন।
যদিও সরকারের আশ্বাস অপর দিকে পুলিশি মামলা ও হামলা চলছে। গত দু’দিন কিছুটা স্থিমিত থাকার পর আজ রোববার থেকে আবারো সারা দেশেই ছড়িয়ে পড়ছে মেধাবী শিক্ষার্থীদের এই আন্দোলন।
ইতোমধ্যে গতকাল শনিবার আন্দোলনের গতিপ্রকৃতি সম্পর্কে প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম তার ফেসবুক পেইজে বেশ কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। সরকারি চাকরিতে সব গ্রেডে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে এক দফা দাবি আদায়ে আন্দোলন পরিচালনার জন্য শিক্ষার্থীদের প্রতি ১০ নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে সরকারি সম্পত্তি ক্ষতির অভিযোগে এই মামলা করা হয়।
শনিবার দুপুরে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো: আরশাদ হোসেন। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মামলা হয়েছে। সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ এনে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের হয়েছে।
এ ছাড়া, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তারা বাদি হয়ে একটি মামলা করেছেন ।
অপরদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে গতকাল কড়া হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ কর্তৃক অজ্ঞাতনামা মিথ্যামামলা প্রত্যাহারের দাবিতে আজ বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে কোটাবিরোধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
এ সময় দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই দাবিতে নিজ নিজ প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে বলে জানিয়েছেন তারা।