ঢাকারবিবার , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

চলমান উত্তেজনায় মোবাইল ইন্টারনেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে। রোববার (৪ আগস্ট) ‍দুপুর সাড়ে ১২টার পর থেকে রাজধানীর গ্রাহকরা মোবাইলে ফোরজি ইন্টারনেট সেবা পাচ্ছেন না। যদিও ইন্টারনেট বন্ধ করা হয়েছে কি-না এ বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখার সময় কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।

কোটা সংস্কার আন্দোলনের একপর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচদিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে।

১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে, ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ জুলাই ফেসবুকও চালু করা হয়।