হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে বিবিসি রিপোর্ট। দাবি করা হচ্ছে হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশে রওনা দেন। হাসিনার সাথে ছিলেন তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা। AJAX1431
বাংলাদেশে ‘গণঅভ্যত্থানে’ পদত্যাগ করেছেন শেখ হাসিনা। সংবাদসংস্থা এএফপি-র রিপোর্টে হসিনার এক সহযোগীকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, আজই হয়ত হাসিনা পদত্যাগ করবেন।
এদিকে এই জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেনার প্রতি বার্তা দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজিব। এদিকে হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে বিবিসি রিপোর্ট। দাবি করা হচ্ছে হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশে রওনা দেন। হাসিনার সাথে ছিলেন তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা।
এদিকে ঢাকার রাস্তায় কয়েক লাখ মানুষ নেমেছে। সেনা, পুলিশ কার্যত বিক্ষোভকারীদের এগিয়ে যেতে দিচ্ছে।