জাতীয়তাবাদী যুবদলের নাম ভাঙিয়ে কেউ অনৈতিক সুবিধা দাবি করলে সাথে সাথে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ করেছে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক। পাশাপাশি তাদের নাম, পরিচয় জানিয়ে কেন্দ্রীয় যুবদলের কাছে ফোন করার অনুরোধ করেছেন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নাম ব্যবহার করে কেউ যদি কোথাও কোনপ্রকার অনৈতিক সুবিধা দাবি করে, তৎক্ষণাৎ তাকে ওখানেই আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। তার রাজনৈতিক পরিচয় সহসভাপতি-সাধারণ সম্পাদক বা যুবদল দপ্তরের নিম্নোক্ত নম্বরে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সভাপতি 01966022010, সাধারণ সম্পাদক 01712028126, দপ্তর সম্পাদক 01576912085।