ঢাকাশুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

৭৮ এইচএসসি পরিক্ষার্থীর জামিন, কারামুক্ত ৩৫

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

চলমান সহিংসতা ও নাশকতার ঘটনায় গ্রেফতার করা দেশের বিভিন্ন আদালত থেকে এইচএসসির ৭৮ পরীক্ষার্থীকে জামিন দেয়া হয়েছে। এদিকে রাতেই যাচাই বাছাই শেষে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ৩৫ শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হয়।

শুক্রবার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে তাদের জামিন দেয়া হয়। জামিনপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন চট্টগ্রাম বিভাগে ১৪, খুলনা বিভাগে ৬ এবং রংপুর বিভাগে ৬ জন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের উদ্যোগে তাদের জামিন দেয়া হয়।

মন্ত্রী বলেন, সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোন নিরপরাধ ব্যক্তিকে যেন কারাগারে যেতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নিয়েছে সরকার।