দেশব্যাপী আপামর ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরে সারাদেশে ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর এরইমধ্যে ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে। থানার কার্যক্রমের সঙ্গে শুরু হয়েছে সম্পৃক্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯।
অবশেষে টানা ৭ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে এ সেবা।
আজ (১৩ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে।
এদিকে সারাদেশে ৬৩৯ থানার মধ্যে ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০ মেট্রোপলিটন থানার মধ্যে ১০৮ এবং জেলার ৫২৯ থানার মধ্যে ৫২০ থানার কার্যক্রম শুরু হয়েছে।