ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার ঢাকায় বা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৯, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, সোমবার: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর তেজগাঁওয়ে ইউরোপীয় ইউনিয়নের ২১ জন রাষ্ট্রদূতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে।”

বৈঠকে ১৫ জন প্রতিনিধি বিভিন্ন বিষয়ের উপর তাদের মতামত তুলে ধরেন, যেমন শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণ। প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানান এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরামর্শ ও সুপারিশ দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ইতোমধ্যে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।

ডিসেম্বর বিজয়ের মাসে এমন একটি ইন্টারেক্টিভ আলোচনায় অংশ নিতে পেরে প্রধান উপদেষ্টা অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং জাতীয় ঐক্যের লক্ষ্যে সব রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথাও উল্লেখ করেছেন।

ইইউ প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরামর্শ ও সুপারিশ দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।