ঢাকাশুক্রবার , ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কমিশন রিপোর্ট জমা দেয়ার পর সরকার রাজনৈতিক দল, স্টেকহোল্ডারদের সঙ্গে বসবে : উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৪ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪ : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আজ বলেছেন, কমিশনের রিপোর্ট পাওয়ার পর জানুয়ারিতে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সরকার একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেবে না, বরং সবকিছু আলোচনা ও পরামর্শের মাধ্যমে নির্ধারণ করা হবে।

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপের প্রথম দিনে তিনি বলেন, “রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব অপরিসীম। আমরা যদি আমাদের প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে রাষ্ট্র প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে সংস্কারও তেমন কার্যকর হবে না। আমরা ১৯৭২ সালের সংবিধানের কিছু সমালোচনা করছি কারণ এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষতিগ্রস্থ হয়েছে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের কথা স্মরণ করা জরুরি। ১৯৭১ সালের স্বাধীনতার পর আমরা বড় একটা সংস্কার ও প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। আমরা যদি এই সুযোগ কাজে লাগিয়ে বড় বড় প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে ব্যর্থ হই, তাহলে সবকিছু ভেস্তে যাবে।”

কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই জাতীয় সংলাপে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোকসানা খন্দকার, মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, অ্যাডভোকেট দিলরুবা শারমিন, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম।

এই সংলাপের মাধ্যমে মাহফুজ আলম জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের বিস্তৃত সমালোচনা সরকারের কার্যক্রমকে গতিশীল করে এবং জবাবদিহির মাত্রা বাড়ায়।