ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গী ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৮, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টা-লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ঘোষণা করেছেন যে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ নিয়ন্ত্রণ সংক্রান্ত সংঘর্ষের সাথে জড়িত সবাইকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলীগ জামাতের দুই গ্রুপ (জোবায়ের ও সাদ) সঙ্গে বিশেষ আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জোর দিয়ে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, তাবলীগ জামাতের দুই গ্রুপকে তাদের অনমনীয় অবস্থান থেকে সরে এসে সমঝোতা করতে হবে, যাতে সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ব ইজতেমা আয়োজন করা যায়।

উপদেষ্টা এই সময়ে বিশ্ব ইজতেমার মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সহ আরও অনেকে।