ঢাকাশনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মামলার ভয় দেখিয়ে অভিনব কায়দায় চাঁদা দাবি !

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪ঃ বহু মামলা নিয়ে পর্যবেক্ষণের একপর্যায়ে আমরা অভিনব কায়দায় হয়রানীর কিছু ঘটনা সম্পর্কে অবগত হই। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো, একটি মামলায় ফরিদা পারভীন লিয়া এর বিরুদ্ধে একটি অভিযোগ করছেন নুজহাত সারওয়াত তমা। অভিযোগকারী তমার বাবা একজন সাবেক যুগ্ম সচিব ছিলেন। এবং তার চাচা শ্বশুর একজন বিজ্ঞানী।

ফরিদা পারভীন লিয়া বিভিন্নভাবে হয়রানী ও মানসিক এবং সামাজিকভাবে বিপর্যস্ত করছে, নুজহাত সারওয়াত তমা ও তার পরিবারকে । গত ১৭/১২/২০২৪ ইং তারিখে দুপুর ১:১৫ ঘটিকায় ফরিদা পারভীন লিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (মালিবাগ চৌধুরী পাড়া) শাখার ম্যানেজার সাহেবকে কল দিয়ে, নুজহাত সারওয়াত তমার জমা দেওয়া চেক নেওয়ার চেস্টা করে।

নুজহাত সারওয়াত তমা এর শ্বশুর বাড়ীর লোকজনকে ফোন করে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন ফরিদা পারভীন লিয়া

আজ ২৬/১২/২০২৪ তারিখে দুপুর ১২:৫৯ ঘটিকায় নুজহাত সারওয়াত তমার স্বামীর দুলভাই কে ফোন করে বিভিন্ন ভয়ভীতি, হুমকি ও চাঁদা দাবি করে। নুজহাত সারওয়াত তমার স্বামীর কাছে অন্য নাম্বার দিয়ে কল করে বিভিন্ন সময় চাঁদা দাবি করছেন বিভিন্ন পরিচয়ে দিয়ে। যার প্রেক্ষিতে নুজহাত সারওয়াত তমার স্বামী পুলিশ হেডকোয়ার্টারে লিখিত জানিয়েছেন। তমা বর্তমানে বিদেশে অবস্থানরত বেশ কয়েক মাস যাবত । অথচ অভিযুক্ত কে এবছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন।

নুজহাত সারওয়াত তমা, বেনজির আহমেদ নামক এক প্রতারক এর কাছ থেকে ২,২৩,৬০,০০,০০০/-(দুই কোটি তেইশ লক্ষ ষাট হাজার) টাকা পাবেন। ঘটনাক্রমে আমরা জানতে পারি, মুল ঘটনাটি মূলত একটি প্লট কেনাবেচার লেনদেনকে ঘিরে। যখন প্লট কেনাবেচা স্থগিত হয়, তখন লেনদেনের উক্ত অর্থের প্রমাণাদি স্বরূপ চুক্তি নামা ও মারকেন্টাইল ব্যাংক লিঃ এর চেক, যার নম্বর-সিডিবি ৫৬৬৩৬০৪ আমাদের চোখে পরে । এবং উক্ত চেক টি, প্রথমে ইন্সাফিসিয়ান্ট ফান্ড হিসেবে, ফেরত আসে । আবার চেক জমা দিতে গেলে তখন ব্যাংক জানায়, উক্ত হিসাব নম্বর বন্ধ করা হয়েছে । অতঃপর চেক ডিজঅনারের মামলা করা হয় ।

ভুক্তভোগীর ভাষ্য মতে, প্রতারক বেনজির আহমেদ’কে গ্রেফতার করে ৬০ (ষাট) দিনের মধ্যে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহামান্য হাইকোর্ট।

অপরদিকে, প্রতারক বেনজির এর সহায়তাকারী ফরিদা পারভীন লিয়া’র সাথে, আমরা একাধিকবার কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করতে পারি নি।