ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ : বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত খারিজ করেছে।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূইয়া জানিয়েছেন, আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আধা ঘণ্টার শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন। চিন্ময়ের পক্ষে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল ছিলেন, কিন্তু তাদের যুক্তি আদালতে গ্রহণযোগ্য হয়নি। চিন্ময়ের আইনজীবীরা উচচ আদালতে আপিলের পরিকল্পনা করছেন।
গত ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন অনুরোধ না মঞ্জুর হলে একই দিন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। শুনানিতে চিন্ময়ের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় এবং রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন করায় নতুন শুনানির দিন ধার্য করা হয় ২০২৫ সালের ২ জানুয়ারি। ১১ ও ১২ ডিসেম্বর ঢাকার রবীন্দ্র ঘোষ চিন্ময়ের পক্ষে জামিনের তারিখ এগিয়ে আনার আবেদন করলেও আদালত তা নাকচ করেন।
২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগে তাকে আদালতে উপস্থিত করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইসকন অনুসারীরা এ গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।