ঢাকাবুধবার , ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৫: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে গাজীপুরসহ সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ অভিযান, ‘অপারেশন ডেভিল হান্ট’, শুরু হয়েছে। এই অভিযানের মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণে আনা এবং সন্ত্রাসীদের গ্রেফতার করা মূল লক্ষ্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রাতে গাজীপুরে ঘটে যাওয়া ছাত্র ও সাধারণ জনগণের উপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আজ শনিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

এই যৌথ বাহিনীর অভিযানে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো অংশগ্রহণ করছে। এই অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের খুঁজে বের করা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

অপারেশন ডেভিল হান্ট-এর উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপের উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করা, সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনা এবং অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা।

আগামীকাল একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে। এই অভিযান চলাকালীন সাধারণ জনগণের সহযোগিতা এবং সতর্কতার অনুরোধ করা হয়েছে।