ঢাকাশনিবার , ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সিআরআই’র নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫: দুর্নীতি দমন কমিশন (দুদক) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) উদ্ধার করেছে। আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিআরআইয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় প্রতিষ্ঠানটির অফিস বন্ধ পাওয়া যায়। দুদকের এনফোর্সমেন্ট টিম ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআরআইয়ের ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করে। প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে আইএফআইসি ব্যাংকে সিআরআইয়ের নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার একটি এফডিআর শনাক্ত করা হয়। এছাড়া সোনালী ব্যাংকের লেনদেনের রেকর্ডও উদ্ধার করা হয়েছে।

দুদকের মহাপরিচালক আরও উল্লেখ করেন, সিআরআইয়ের পরিচালনা পর্ষদ রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিআরআইয়ের চেয়ারম্যান হিসেবে সজীব আহমেদ ওয়াজেদ (জয়) এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের নাম উল্লেখ রয়েছে।

এই ঘটনায় দুদকের তদন্ত চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ করা হতে পারে বলে জানানো হয়েছে।