ঢাকা, ৩১ মার্চ ২০২৫: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানান এবং জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে জানান, প্রধান উপদেষ্টা আজ বিকেল ৪টায় তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার বিশিষ্টজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এই অনুষ্ঠানে জাতীয় unity এবং সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হবে বলে ожиনা করা হচ্ছে।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আগেই একটি বাণী প্রদান করেছেন, যেখানে তিনি শান্তি, সমৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন।