ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫ – অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশের অগ্রযাত্রার মূল ভিত্তি।’’
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ড. ইউনূস বিহারের প্রার্থনা হল পরিদর্শন করেন এবং সেখানকার ধর্মীয় নেতা ও উপাসকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ‘সম্প্রীতি ভবন’ প্রকল্পটি ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বিহারের প্রধান ভিক্ষু, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।