ঢাকাবৃহস্পতিবার , ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি: ৬০ দিনের মধ্যে ঘোষণার লক্ষ্য

Link Copied!

ঢাকা, ১১ জুন, ২০২৫ – চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে উত্তরপত্র মূল্যায়নে কিছুটা বিলম্বের কারণে ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

ফল প্রকাশের সময়সীমা ও বর্তমান অবস্থা

২০২৪ সালের এসএসসি, দাখিল ও কারিগরি বোর্ডের পরীক্ষা ১৩ মে সমাপ্ত হয়েছে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, অর্থাৎ ১৩ জুলাইয়ের আগে ফল ঘোষণার কথা। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, উত্তরপত্র মূল্যায়নে কিছুটা দেরি হচ্ছে।

তিনি বলেন, “পরীক্ষকরা ধীরে ধীরে মূল্যায়নকৃত খাতা জমা দিচ্ছেন। এখনো অনেক খাতা বোর্ডে পৌঁছায়নি। সব খাতা পাওয়ার পর নম্বর ইনপুট ও যাচাই-বাছাই শেষে ফলাফল প্রস্তুত করা হবে। আমরা যথাসময়ে ফল প্রকাশের চেষ্টা করছি।”

কবে ফল প্রকাশ হতে পারে?

যদিও ১৩ জুলাইয়ের মধ্যে ফল দেওয়ার চেষ্টা চলছে, তবে আনুষ্ঠানিক তারিখ এখনো ঠিক হয়নি। বোর্ড সূত্রে জানা গেছে, মূল্যায়ন প্রক্রিয়া শেষে সম্ভাব্য তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে, মন্ত্রণালয় অনুমোদন দিলেই তা ঘোষণা করা হবে।

পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্য

  • পরীক্ষার্থী সংখ্যা: ২০২৪ সালে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছেন।
  • ফলাফল কোথায় পাওয়া যাবে? ফলাফল প্রকাশিত হলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) বা এসএমএসের মাধ্যমে জানা যাবে।

শেষ কথা

ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ইতিমধ্যে, পরীক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য্য ধারণ করতে অনুরোধ করা হয়েছে। ফলাফল দ্রুততম সময়ে প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে নিশ্চিত করা হয়েছে।