ঢাকাবৃহস্পতিবার , ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক হুমকির ব্যাপারে সতর্ক করলেন সিইসি

Link Copied!

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ঃ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক হুমকির ব্যাপারে সতর্ক করেছেন । তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে এআই-এর অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ এবং এটি অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে । নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপের ঝুঁকি রয়েছে এবং সেই ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন সতর্ক ও প্রস্তুত আছে । সেই সঙ্গে, ভোটারদের আস্থা পুনরুদ্ধার করা, নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা, এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপস্থাপন করা প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন তিনি ।

এছাড়াও, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচনের সমস্ত কার্যক্রম প্রকাশ্য দিবালোকে পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হয়। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না হয়, তাহলে দেশের ভবিষ্যতই প্রশ্নবিদ্ধ হবে বলেও তিনি সতর্ক করেছেন ।

সিইসি বলেন, তারা কমিশন তথা নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন, যা আসন্ন নির্বাচনের সফল ও গ্রহণযোগ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের বিভিন্ন নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সিইসি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন ।