ঢাকাবৃহস্পতিবার , ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান-নির্বাচন কমিশনের

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
জুলাই ২৭, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫: নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছে। ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসারে, যোগ্যতাসম্পন্ন বেসরকারি সংস্থাগুলোকে আগামী ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে ইসির সিনিয়র সচিব বরাবর আবেদন জমা দিতে হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধিত সংস্থাগুলো পাঁচ বছরের জন্য জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাবে।

আবেদনের জন্য সংস্থাটি অবশ্যই বাংলাদেশের কোনো আইনের অধীনে নিবন্ধিত হতে হবে এবং গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এছাড়া, সংস্থার গঠনতন্ত্রে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার থাকতে হবে। Political দল বা নির্বাচনে প্রার্থী হওয়া সংস্থার প্রধান নির্বাহী বা পরিচালনা পর্ষদের কোনো সদস্য থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

নিবন্ধনের জন্য আবেদনের সঙ্গে সংস্থার গঠনতন্ত্র, পরিচালনা পর্ষদের তালিকা, নিবন্ধন সার্টিফিকেটের সত্যায়িত কপি, কর্মসূচির তালিকা, শেষ দুই বছরের বার্ষিক প্রতিবেদন এবং প্রয়োজনীয় অনাপত্তিপত্র জমা দিতে হবে।

আগ্রহী সংস্থাগুলো ইসির জনসংযোগ শাখা (কক্ষ নং-১০৫) অথবা ইসির ওয়েবসাইট www.ecs.gov.bd থেকে ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন।

নির্বাচন কমিশন এ উদ্যোগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে অবদান রাখবে বলেও উল্লেখ করা হয়েছে ।