ঢাকাবুধবার , ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘ঢাকাবাসী জাপান ওয়াল্ড’ ৮ম বর্ষপূর্তিতে মাইলস্টোন স্কুল দুর্ঘটনার স্মরণে দোয়া ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরন

Link Copied!

ঢাকা, ৫ আগস্ট ২০২৫: বাংলাদেশি প্রবাসী সমাজের অন্যতম সংস্থা ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ড তাদের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ কর্মসূচি আয়োজন করছে। পাশাপাশি, সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত সকল শিশুদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।

ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ড এর মুখ্য সংগঠক ও প্রতিষ্ঠাতা জনাব আলী মুরশেদ বাপি এ উপলক্ষে বলেন, “আমাদের এই সংগঠন ছোট্ট একটি স্বপ্ন থেকে শুরু হলেও, আজ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার আলো পৌঁছে দেয়ার এক বড় দৃষ্টান্তে পরিণত হয়েছে। মাইলস্টোন স্কুল দুর্ঘটনার ক্ষত আমাদের সবার হৃদয়ে গভীর এবং আজকের অনুষ্ঠান তাদের স্মরণে একটি মানবিক বন্ধনের প্রতীক।”

৫ আগস্ট, সকাল ১১টা থেকে দিনব্যাপী এই অনুষ্ঠানটি কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় অনুষ্ঠিত হল । এতে বিনামূল্যে শিক্ষা উপকরণ, খেলনা ও খাবার বিতরণ করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। অনুষ্ঠানে সংবাদকর্মী, খেলা ব্যক্তিত্ব, গুণীজনসহ ঢাকা-বাসী জাপান ওয়াল্ড-এর সদস্যরা অংশগ্রহণ করেছেন, কাজের উৎসাহ যুগিয়েছেন, সংগঠন তাদের প্রতি চিরকৃতজ্ঞ ।

জনাব বাপি বলেন – “আমাদের লক্ষ্য শুধুমাত্র ক্ষণস্থায়ী সাহায্য নয়, বরং দীর্ঘমেয়াদী মানবিক সমাজ গঠনে সক্রিয় অবদান রাখা। এই আয়োজন সেই প্রত্যয়েরই প্রকাশ,”

আজকে ঢাকাবাসী জাপান ওয়াল্ড-এর ৮ম বর্ষপূর্তি। এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল ছোট্ট একটি স্বপ্ন নিয়ে, — সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য,সুবিধা বঞ্চিত নিন্মবিত্তের অসুস্থ বয়স্ক সর্বস্তরের মানুষ দেশের জন্য  কিছু করতে চাওয়া, তাদের মুখে হাসি ফোটানো, তারাও যেন স্বপ্ন দেখতে পারে সেই আয়োজন করা। এই দীর্ঘ পথচলায় আপনাদের সাথে পেয়ে আমি আজ সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করি।

২০১৭ সালে মাত্র হাতে গোনা কয়েকজন স্বেচ্ছাসেবী ও সহকর্মী নিয়ে তৈরি হয়েছিল ঢাকাবাসী জাপান ওয়াল্ড। আমি তখন বিদেশে থাকলেও আমার প্রাণ পড়ে থাকত দেশের সেই অবহেলিত শিশুদের জন্য কিছু করার তাগিদে। ব্যক্তিগত জীবনে নানা সীমাবদ্ধতা, সময় স্বল্পতা থাকলেও, মনের গভীরে ছিল দৃঢ় বিশ্বাস— ‘ইচ্ছা থাকলে পথ বের হবেই।’ পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, দেশের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে।

আজ আমরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিশুদের স্মরণে এখানে একত্রিত হয়েছি। তাদের প্রতিটি মুখ ছিল আলোকিত। এ দুর্ঘটনা আমাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে নাড়া দিয়েছে, কারণ শিশুদের হাসি কখনো আর ফিরিয়ে দেয়া সম্ভব নয়। শুধু সংগঠক নয়, একজন বাবা, ভাই এবং অভিভাবক হিসেবে আমি অনুভব করি— ওদের স্বপ্নগুলো, হাজারো অসমাপ্ত গল্প আমাদের সবার।

বন্ধুরা, ঢাকাবাসী জাপান ওয়াল্ড-এর হয়ে আমি দেখেছি— ছোট একটা খেয়াল, হাসিমুখ কিংবা এক জোড়া নতুন খাতা-পেনসিলও কীভাবে একটি শিশুর জীবন বদলে দিতে পারে। কত শিশু আজ আমাদের উদ্যোগে প্রথম স্কুলব্যাগ পেয়েছে, উৎসাহে স্কুলে যায়— এসব আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমি নিজে নিজের সন্তানদের যেমন দেখভাল করি, তেমনি এদেরও আপন মনে করি।

সমাজে পরিবর্তন আনতে গেলে চ্যালেঞ্জ আসবেই— অনেক সময় অর্থের সংকট, কখনো মানুষের উদাসীনতা— তবুও অদম্য ইচ্ছা আর সততার জয়ে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন, যারা দূর-দূরান্ত থেকে শুভেচ্ছা জানিয়েছেন— আমার কাছে আপনারা শুধুই অতিথি নন, এই মানবিক যাত্রার সহযাত্রী।

আমাদের সংগঠনের প্রতিটি কর্মসূচি, সাফল্যের পেছনে আছে অনেকের নিরলস পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসা। নাজমুল আমিন কিরন ভাই, দিলু খন্দকার ভাই, চঞ্চল ভাইসহ অনেকেই নিজেদের ব্যস্ততম জীবনের সময় দিয়েছেন শুধুমাত্র মানবতার সেবায়। তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।

সাংবাদিক জগতের কিংবদন্তি গুনিজন ক্রিড়াজগতের আর্কাইভ ও ঢাকাবাসী জাপান ওয়াল্ড এর প্রধান উপদেষ্টা জনাব নাজমুল আলম কিরন বলেন- ঢাকাবাসী জাপান ওয়াল্ড-এর ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠান আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমাদের এই পথ চলার প্রতিটি মাইলফলকে আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের শক্তি জুগিয়েছে।

আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ, কারণ আমরা মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণ করছি। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।

Channel 24 এর নির্বাহী পরিচালক ও ঢাকাবাসী জাপান ওয়াল্ড এর সিনিয়র উপদেষ্টা খন্দকার  মঞ্জুরুল ইসলাম (দিলু খন্দকার) – বলেন- এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধা বঞ্চিত, অপ্রতিষ্ঠিত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, যেন তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। আজ বিনামূল্যে শিক্ষা উপকরণ, খেলনা ও খাবার বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। আমাদের বিশ্বাস, সমাজের এমন ছোট ছোট উদ্যোগসমূহই বৃহত্তর পরিবর্তনের শুরুর পথ দেখায়। আমি সকল সদস্য, শুভানুধ্যায়ী, দাতাগণ এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত প্রচেষ্টা ছাড়া এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হতো না। আসুন, আমরা সবাই মিলে মানবিকতার এই আলোকবর্তিকা জ্বালিয়ে রাখি এবং সুন্দর এক সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণাধীন পৃথিবী গড়ে তুলি।

সারা দেশের পাশাপাশি বিদেশেও কর্মসূচিটি Channel 24-এর মাধ্যমে সম্প্রচারিত হবে। এছাড়াও অনলাইন নিউজ পোর্টাল dailynews24bd.com এর একটি দল সার্বক্ষণিক তথ্য ও সংবাদ প্রচার করবে । এছাড়াও ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ড এর ফেসবুক ও ইউটিউব-এ লাইভ প্রচার চলবে।

ঢাকাবাসী জাপান ওয়াল্ড সকলকে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানিয়ে, উপহার সামগ্রী কিংবা নগদ অর্থ প্রদানের মাধ্যমে এগিয়ে আসার অনুরোধ করেছে। ঢাকাবাসী জাপান ওয়াল্ড বিশ্বাস করে, সমাজের প্রতি মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে একটি ভালো ভবিষ্যত গড়ে তোলা সম্ভব। আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টায় বরকত দান করুন, সবাইকে সুস্থ ও সুরক্ষিত রাখুন।