ঢাকাবৃহস্পতিবার , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সেনাপ্রধানের নেতৃত্বে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ঢাকায় অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
আগস্ট ১৬, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫ঃ আজ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে মহোৎসবের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দোৎসবের মাধ্যমে বিশেষ দিনটি পালন করা হচ্ছে।

পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। ধর্মবিশ্বাস অনুসারে, যখন সমাজে অন্যায় ও অন্ধকার প্রভাব ছড়িয়ে পড়ে, তখন সৃষ্টিকর্তা পৃথিবীতে নেমে এসে ন্যায়নীতি ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কৃষ্ণরূপে অবতার গ্রহণ করেন। শতাব্দী যুগ ধরে এভাবেই তিনি দুষ্ট শক্তির বিনাশ করে মানবকল্যাণে অবদান রেখেছেন।

এই দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ নানা বিশিষ্টজন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং ইসকনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনও আনন্দ ও গম্ভীরতাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সরকার আজকের দিনটিকে ছুটির ঘোষণা করেছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। কেন্দ্রীয়ভাবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞ, ধর্মীয় জমকালো শোভাযাত্রা, এবং কৃষ্ণ পূজাতেও বিশেষ আয়োজন রাখা হয়েছে।

সকাল ৮টায় শুরু হওয়া গীতাযজ্ঞের আয়োজন করবে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন। বিকেল ৩টায় ঢাকার পলাশীর মোড় থেকে জন্মাষ্টমী মিছিল শুরু হয়ে পুরোনো ঢাকার বিভিন্ন প্রধান স্থান অতিক্রম করে বাহাদুর শাহ পার্কে শেষ হবে। এই শোভাযাত্রার উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান উপস্থিত থাকবেন।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

আরও একটি বড় আলোচনা সভা ১৯ আগস্ট বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রধান অতিথি এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার বিশেষ অতিথি এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব সভাপতিত্ব করবেন।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চলমান চার দিনের ব্যাপক কর্মসূচিতে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন-কীর্তন, মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ধর্মীয় নাটক ও কীর্তন মেলা অন্তর্ভুক্ত।

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ধর্মভীরু হিন্দু সম্প্রদায়ের জন্য ধর্মীয় গভীরতা ও আনন্দের এক বিশেষ উপলক্ষ। আজকের দিনে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠাতা ভগবান কৃষ্ণের স্মৃতিচারণ ও পূজার মধ্য দিয়ে মানবেতর দুনিয়ায় শান্তি এবং কল্যাণের বার্তায় আলোকিত হয় দেশ-বিদেশের হিন্দু সমাজ।