ঢাকাবৃহস্পতিবার , ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সংগঠনের সদর দপ্তরে বুধবার অনুষ্ঠিত এই আলোচনায় দুই নেতার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন ও এতে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার পদক্ষেপের পাশাপাশি পাকিস্তানে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার প্রভাব নিয়ে গভীর আলাপ হয়েছে। অধ্যাপক ইউনূস শোক প্রকাশ করে বন্যায় নিহত এক হাজারের অধিক মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী শরীফ জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও ঘনত্ব বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে ভোটের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ রাজনৈতিক পরিবর্তনের দিকে অগ্রসর হবে। তিনি ১১টি কমিশনের সুপারিশকৃত সংস্কারগুলো জাতির জন্য ইতিবাচক দিকনির্দেশনা হবে বলে প্রত্যাশা প্রকাশ করেন। জাতীয় ঐকমত্য কমিশন ও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘জুলাই সনদ’-এ স্বাক্ষরের প্রক্রিয়া শেষ তদারকির পর্যায়ে, যেখানে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

দুই নেতা সম্মত হয়েছেন যে সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক সংগঠন সার্ক কার্যত নিষ্ক্রিয় হওয়ায় উপযুক্ত বিকল্প সহযোগিতার পথ খোঁজা জরুরি। প্রধানমন্ত্রী শেহবাজ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের পূর্বে পাকিস্তান সফরের নিমন্ত্রণ জানান। এই সমাবেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, প্রধান উপদেষ্টা অধ্যাপকের প্রধান সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির দিকেও একটি নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচিত করেছে।