ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫: বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৯ আগস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে হারুন আল রশীদের সভাপতি ও জহিরুল ইসলাম শাকিলকে মহাসচিব নির্বাচিত করা হয়।
৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন:
- অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক
- ডা. মোহাম্মদ আব্দুস সেলিম
- অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকি
- অধ্যাপক ডা. শাহ মোহাম্মদ শাজাহান আলী
- ডা. রফিকুল হক বাবলু
- অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম
- অধ্যাপক ডা. নুর উদ্দিন আহমেদ
- অধ্যাপক ডা. ময়নুল ইসলাম সাদিক
- অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী
- অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার
- অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকার সহ অন্যান্যরা।
২৭৬ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ডা. মো. আবুল কেনান।
সহ-সভাপতি পদে রয়েছেন ৪৭ জন বিশিষ্ট চিকিৎসক।
কোষাধ্যক্ষ পদে আছেন ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু।
যুগ্ম মহাসচিব পদে ৪০ জন চিকিৎসক রয়েছেন, এবং সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে দেশের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা আছেন – ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর।
তথ্যপ্রযুক্তি, সমাজকল্যাণ, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, সাহিত্য, গবেষণা, আন্তর্জাতিক ও নারীবিষয়ক সম্পাদকসহ অন্যান্য দায়িত্বপূর্ণ পদে চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

