ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ (সম্পাদকীয়): তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয় শোককালে রাজধানীতে উৎসবমুখর কর্মকাণ্ড নির্মূল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
আগামীকাল বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক পালিত হবে। এই সময়সীমায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অর্ডিন্যান্স ২৮ ও ২৯ ধারার অধীনে আদেশ প্রচার করেন। এতে মহানগরীতে পটকা, আতশবাজি, ফানুস বা গ্যাস বেলুন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। উন্মুক্ত মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে অনুষ্ঠান, র্যালি, শোভাযাত্রা বা অতিরিক্ত হর্ন বাজানো যাবে না। গণঅস্থিরতা সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ডও বারণ।
শোককালের তাৎপর্য ও পুলিশের আহ্বান
এই নিষেধাজ্ঞা শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং জাতীয় নেত্রীর মৃত্যুতে সমগ্র দেশের শোক প্রকাশের প্রতীক। ডিএমপি নাগরিকদের পূর্ণ সহযোগিতা কামনা করে বলেছে, এটি শান্তিপূর্ণ শোক পালন নিশ্চিত করবে এবং রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা করবে। লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ রোগযন্ত্রণার অবসান ঘটান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ডিএমপি গভীর সমবেদনা জানিয়েছে।
সুত্রঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

