চট্টগ্রামের চান্দগাঁওয়ে পুলিশের ওপর বিএনপি কর্মীরা হামলা করেছে বলে জানা গেছে। রোববার সকালে চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে সিঅ্যান্ডবি মোড়ে বিএনপির ২০-৩০ জন কর্মী জড়ো হয়ে নাশকতার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
আরিফ হোসেন বলেন, ‘সকালে বিএনপিপন্থী কিছু ছেলে সিঅ্যান্ডবি মোড়ে জড়ো হয়ে ঝামেলার চেষ্টা করেছিল। পরে আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল, আমরা ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এসময় তাদের ছোঁড়া ইটপাটকেল আমাদের কয়েকজন পুলিশ সদস্যের গায়ে লেগেছে।’
রোববার সকাল ৮টায় সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে নির্বাচনে অংশগ্রহণ না করে শনিবার থেকে হরতাল ডেকেছে বিএনপি।